
বিএম’এর কেন্দ্রীয় সহ সভাপতি, চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ শেখ শফিউল আজম হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসাপাতালের ১২নং ওয়ার্ডের আইসিসিউতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে তার চিকিৎসার খোঁজ খবর নিতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য, সাবেক গণপুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সিটি মেয়র আ, জ, ম, নাছির উদ্দীন, আলহাজ্ব এ, বিএম, ফজলে করিম এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম, এ, সালাম, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দীন,
সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার বাহার, কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দীন, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, রাজনীতিবিদ সৈয়দ নুরুল আবছার চৌধুরী, আনোয়ার আজম, সাদাত আনোয়ার সাদি, বাবুল কান্তি দাশ, নিবেন্দু বিকাশ চৌধুরী, আবদুল হালিম, জসিম উদ্দিন চৌধুরী সহ আরো অনেক রাজনীতিবিদ, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ চট্টগ্রাম মেডিকেলে তাঁকে দেখতে এসেছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।