
মহান ১২ অগ্রহায়ণ মোতাবেক ২৬ নভেম্বর, মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে বোয়ালখালীর পূর্ব গোমদ-ীস্থ দরপপাড়া দরবার শরীফে হযরত শাহসূফী মাওলানা আছাদ আলী ফকির (রহঃ) এর ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদ্যাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদুন্নবী (দ.) ও সামা মাহফিল আছাদ আলী ফকির রহঃ মাজার শরীফ উন্নয়ন ও পরিচালনা কমিটির ব্যবস্থাপনায়, আসাদ আলী আহমদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দরপপাড়া শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তকরীর পেশ করেন পীরে কামেল হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল্ ক্বাদেরী-আল্ চিশতী (রহঃ)’র
সাহেবজাদা, সাজ্জাদানশীনে আহলা দরবার শরীফ, রাহবারে তরীক্বত শাহজাদা শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ ক্বাদেরী-আল্ চিশতী (মাঃ জ্বিঃ আঃ)।
দরপপাড়া দরবার শরীফে সুদূর বাগদাদ থেকে আগত হযরত শাহসূফী মাওলানা ছিদ্দিক শাহ আল-বোগদাদী (রহঃ), হযরত শাহসূফী মাওলানা ছৈয়দ শাহ আল-বোগদাদী (রহঃ)সহ পটিয়াস্থ বারেক ভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা কাজী আব্দুল বারেক শাহ্ (রহ:)’র খলিফা স্থানীয় আধ্যাত্মিক সাধক হযরত শাহসূফী মাওলানা আছাদ আলী ফকির (রহঃ) এর মাজার শরীফের অনুমেয় ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রওজা শরীফের গোসল, হাদিয়া হালাল, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে
গেয়ারবী শরীফ, রওজাপাকে গিলাপ ছড়ানো, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ জেয়ারত, ফাতেহা ও ইছালে সওয়াব বখশিস, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও সেমা মাহফিল। সবশেষে আখেরী মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যোগ দিয়ে নবী করীম (সাঃ) এবং আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিলে ওরশ শরীফ উদ্যাপন কমিটির পক্ষে হযরত আছাদ আলী ফকিরের জেষ্ঠ্যপৌত্র আলহাজ এইচ এম সোলায়মান চৌধুরী ও আলহাজ্ব ইসমাঈল চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে তকরির পেশ করেন দরপপাড়া আছাদিয়া নুরীয়া জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জিল্লুর রহমান আল কাদেরী ও বর্তমান খতিব মাওলানা ইলিয়াছ নকশ্বন্দী। মাহফিলে সামা পরিবেশন করেন কাওয়াল ওস্তাদ মো: মনির। মাহফিল স
ালনা করেন আছাদ আলী ফকির (রহ:)’র মাজার শরীফ উন্নয়ন ও পরিচালনা কমিটির পরিচালক আলহাজ্ব হোসেন মুহাম্মদ আলমগীর চৌধুরী রানা। এতে আরো বহু দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ, শহ¯্রাধিক ভক্ত, আশেকবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জিয়া উদ্দিন চৌধুরী বাবলু, মো: আদনান চৌধুরী লাভলু, আকবর চৌধুরী, শাহ আলম, জানে আলম, জায়দুল হক, এনামুল হক, এরশাদুল আলম প্রমুখ।