চট্টগ্রাম প্রাতিষ্ঠানিক বীর মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের এক সভা ৩০ নভেম্বর সকাল ১০টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দীন, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন, গেরিলা মুক্তিযোদ্ধা গেলাম মওলা চৌধুরী, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন চৌধুরী,
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুর রশিদ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী এবং মুক্তিযোদ্ধা দয়াল হরিদ দে প্রমুখ।সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয় পত্র, মুক্তিযোদ্ধাদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সী, প্রতি ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ ’৭২ এর সংবিধানের পূর্ণবাস্তবায়ন, জাতীয় পাসপোর্ট’ এ মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা লিখা, প্রতি জেলা, উপজেলা এবং স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ নির্মাণ করতে হবে। অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানানো হয়। সভায় ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনার জোর দাবি জানানো হয়।