নিউজ ডেস্ক:
নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একসময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে, একটি প্রতিষ্ঠান বলে অ্যাখ্যা দিয়েছেন আদালত” মূলত তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে দেশের সকল মানুষকে সচেতন ও দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আহ্বানের চেষ্টা করে যাচ্ছিলেন সড়ক দুর্ঘটনা রোধে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসা নিরাপদ সড়ক চাই- নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে একটি প্রতিষ্ঠান হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আদালত।বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় প্রদান করেছেন। রায় ঘোষণা শেষে আদালত তার পর্যবেক্ষণে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে এ কথা বলেছেন।আদালত বলেন, সড়ক দুর্ঘটনায় আর যেনো কারো প্রাণ না যায়। সড়ক দুর্ঘটনা রোধে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আন্দোলন করতে করতে তিনি নিজেও এখন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তার মতো সড়ক দুর্ঘটনা রোধে সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।দেশের সকল সুশীল নাগরিক সাধারণ জনগণ সহ সবাইকে এগিয়ে আসতে হবে,তবেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।