১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত সি.এস ম্যাপ অনুযায়ী চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে (১৯৫৪ সালে সংশোধিত থানা ম্যাপ) এবং সন্দ্বীপ উপজেলাধীন সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন বর্তমান ভাসান চর-কে নোয়াখালী জেলার অধীন থানা ঘোষনার প্রতিবাদে গত বৃহস্পতিবার বেলা ১টায় সন্দ্বীপের সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতাকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপির অনুলিপি প্রদান করেন সন্দ্বীপ নাগরিক সমাজ। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপির অনুলিপি প্রদানকালে সন্দ্বীপ নাগরিক সমাজ নেতৃবৃন্দ বলেন নোয়াখালী জেলার অধীনে ভাসান চর-কে থানা ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, সন্দ্বীপ উপজেলার ভেঙ্গে যাওয়া সাবেক ন্যায়মস্তি ইউনিয়নে যে চর জেগে উঠেছে সেটিই ভাসান
চর। নোয়াখালীর সাথে চট্টগ্রামের সীমানা নির্ধারণ করা হলে এই চিত্রেই উঠে আসবে। স্মারকলিপির অনুলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সন্মোধী চাকমা, সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক বাদল রায় স্বাধীন, সাংবাদিক ডা. মোজাম্মেল হোসেন, ইলিয়াস সুমন, কবি ইসমাইল ফরিদ প্রমুখ।গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় বক্তারা সাড়ে চার লক্ষ সন্দ্বীপবাসী উক্ত গনসাক্ষরতা অভিযানে সাক্ষর করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।