ফ্রান্সের সাংস্কৃতি ঐতিহ্য দীর্ঘদিনের। বাংলাদেশের সাংস্কৃতিক গতিধারা সমৃদ্ধ করতে ফ্রান্স সবসময় সহযোগিতা প্রদান করেছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশের সাথে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ দীর্ঘদিনের। এর সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। গতকাল বিকেলে ফ্রান্সের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত পরিষদ পরিদর্শনে এসে উপরোক্ত বক্তব্য রাখেন। ফ্রান্সের মিউজিক একাডেমির ডাইরেক্টর মিঃ দেনিস রেঁজা দাতার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলটি গত কয়েকদিন ধরে
পরিষদের ছাত্রছাত্রীদের সঙ্গীতে একটি কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন। পরিষদ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ আলিঁয়েন্স ফন্সেঁস এর পরিচালক মি: সেলভাম থোরেস। পরিষদের শিক্ষক উস্তাদ স্বর্ণময় চক্রবর্ত্তী, বনানী চক্রবর্ত্তী ও দীপ্ত দত্ত এবং পরিষদের সম্পাদক তাপস হোড়, কোষাধ্যক্ষ রোটারিয়ান মীর নাজমুল আহসান রবি ও শ্রী চন্দন কুমার রায় প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।