ছাতক প্রতিনিধি:
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি বেকারী থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরন এবং ব্যবসা পরিচালনা করার মতো প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকার অপরাধে শহরের বাগদাদ বেকারী থেকে ৬০ হাজার ও ঢাকা রয়েল বেকারী থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।