
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী বলেছেন, পৃথিবীতে কেউ অমর নয়, জন্ম-মৃত্যু প্রকৃতির এক অমোঘ নিয়ম। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মরেও তারা স্মারণীয় হয়ে থাকেন। তিনি আরও বলেন, মরহুম হাজী আমিনুল হক ছিলেন ক্ষণজন্মা পরিশ্রমী একজন সফল মানুষ। তার জীবনে তিনি ক্ষতি করেন নাই। ছিলেন অসহায় মানুষের পাশে সর্বদা। তিনি ছিলেন সাদা মনের নিরহংকারী পরোপকারী মানুষ। তাই মৃত্যুর পরেও তিনি আজ স্মরণীয়। তিনি হাজী আমিনুল হকের জবীনী থেকে শিক্ষা গ্রহণ করে মানবতার সেবায় এগিয়ে যেতে নতুন প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ৮ ডিসেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও টেরী বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা
বিশিষ্ট সমাজসেবক হাজী আমিনুল হক এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জাপা সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, চকবাজার থানা জাপা সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, পাঁচলাইশ থানা সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ ভূঁইয়া, নগর যুব সংহতির সভাপতি এস.এম সাইফুল্লাহ সাইফু, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন,
মরহুমের ১ম পুত্র রেজাউল করিম রেজা, নগর সৈনিক পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম. আজগর আলী, শফিউল আলম শফি, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, নগর জাপা নেতা তরিকুল ইসলাম তারেক, নুর আলম শেখ মামুন, বাহাদুর আলম, সুমন আচার্য্য, ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জু, আবু ছিদ্দিক, মো: ফয়সাল প্রমুখ। সভা শেষে দেশ-জাতি ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবু হানিফ নোমান।