
খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী শায়খুল ইসলাম গাউছে জামান, মুফতিয়ে আজম শাহ্সূফি আল্লামা সৈয়দ আামিনুল হক ফরহাদাবাদী (ক.)‘র পবিত্র ৭৫ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১১ ডিসেম্বর ২৭ অগ্রহায়ণ বুধবার হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের আলোচনা সভা ৮ ডিসেম্বর সকালে পরিষদের সভাপতি এস এম রাকিব উদ্দিনের সভাপতিত্বে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মুহাম্মদ আসিবুর রিসাত ফাহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা মুহাম্মদ নুরুল ইসলাম, পরিষদের উপদেষ্টা ও ইউপি
সদস্য মুহাম্মদ উল্লাহ, মুহাম্মদ সিরাজ উদ্দিন লিটন, পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদদ আলী সুজা। আলোচনা সভায় বক্তারা বলেন, অসামান্য জ্ঞান, প্রজ্ঞা, ধীশক্তি ও অসীম পান্ডিত্যের অধিকারী ছিলেন আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)। শরীয়তের জটিল, কঠিন বিষয়ে সারগর্ব যুক্তিপূর্ণ বিশুদ্ধ ফতোয়া প্রণয়নের মাধ্যমে সুন্নিয়তের তাত্ত্বিক খেদমত আনজাম দিয়েছেন তিনি। তিনি ছিলেন সুন্নি মতাদর্শীদের পথ পদর্শক। জটিল বিষয়ে অসংখ্য ফতোয়া প্রণয়নের কারণে তিনি মুফতিয়ে আজম
খেতাবে ভূষিত। সুন্নিয়তভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাতার প্রেরণা হয়ে থাকবেন তিনি। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু, মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, মুহাম্মদ ওমর ফারুক ফরহাদ, মুহাম্মদ মঈনুদ্দীন রিফাত, সুলতান মাহমুদ তাহা, হাফেজ মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ নাঈমুর রিশাদ, সৈয়দ নিয়াজ মাহমুদ, মুহাম্মদ জাকারিয়া হাসান তানভীর, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ রাহাত প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ–জাতির শান্তি ও কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।