
হযরত শাহ আমানত সেতু সংলগ্ন খান মার্কেট চত্বরে হামিদ খান জামে মসজিদ মাহফিল কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা ইয়াজ দাহুম উপলক্ষে বিশাল মাহফিল হামিদ খান জামে মসজিদ মিলাদ কমিটির সভাপতি মুহাম্মদ আজম খান রাশেদের সভাপতিত্বে গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা সৈয়দুল হক ছাঈদ কাসেমী। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর ফরিদগঞ্জ হতে আগত মাওলানা মারূপ বিল্লাহ মুজিবী নক্সবন্দী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা রবিউল আলম আলকাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ
ইলিয়াস, শাহেদ খান, মুহাম্মদ সৈয়দ, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ নোমান, মুহাম্মদ সুমন, রিয়াজ আহমেদ, মুহাম্মদ বাদশা, মোজাম্মেল, মুহাম্মদ হানিফ, শাহাদাত হোসেন, সেলিম খান, মুহাম্মদ আজিজ, মুহাম্মদ শাহেদ, নুর নবী, নুর ইসলাম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, রাসূলে করীম (দ.) এর মহব্বত ছাড়া কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারেনা। আজ আমল নিয়ে মুসলমানদের মধ্যে তেমন কোন বিতর্ক নাই, বিতর্ক শুধু ইমানের মূল নবীয়ে পাক (দ.) কে নিয়ে। বক্তারা বলেন, কোরআন সুন্নাহ শরীয়ত ও মানবতার ধারক বাহক হলেন রাসুলে পাক (দ.)। যার শান-মান
আল্লাহ তায়ালা কোরআনের ভাষায় সবার উপর অধিষ্ঠিত করেছেন। আল্লাহ যেমন কারো মোহতাজ নয়, তেমনি আল্লাহ তাঁর প্রিয় হাবিব (দ.) কেও কারো মোহতাজ করেননি। উম্মতের মুহাম্মদীর নাযাতের উছিলার জন্যেই মু’মিনগন রাসূল (দ.) শান মান প্রকাশ করে থাকেন। কারণ নবীয়ে পাক (দ.) এর প্রেম ভালোবাসাই ইমানের পূর্বশর্ত। পরে মরহুম হামিদ খান ও মসজিদের মোতোয়াল্লি মরহুম আজিজ খানের মাগফিরাত কামনা করে মিলাদ-ক্বিয়াম তবারুক বিতরণ দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।