লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় দীর্ঘ ১৩/১৪ বছর পূর্বে।অধ্যবদী পর্যন্ত আর কোন নির্বাচন হয় নাই। এর মধ্যে অনেক ওয়ার্ডের ইউপি সদস্য ও মহিলা সদস্য মারা গেছে। ফলশ্রুতিতে অবহেলিত হচ্ছে সাধারন জনগনের আশা-আখাঙ্কা ব্যহত হচ্ছে ওয়ার্ড গুলোর উন্নয়ন কার্যক্রম, সংগঠিত হচ্ছে নানা রকম অসামাজিক কর্মকান্ড । এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসে দেওয়া হয়েছে স্মারক লিপি।লক্ষ্মীপুর সদর ৩ আসনের এমপি ও সাবেক পর্যটন ও বেসামরিক বিমান মন্ত্রী জনাব শাহজান কামাল বলেন, কে বা কাহারা সীমানা নির্ধারন নিয়ে মামলা করে নির্বাচনকে স্থগিত করে রেখেছে।যদি কেউ হাইকোর্টে গিয়ে আপিল করে তাহলে নির্বাচন হতে পারে।সরেজমিনে গিয়ে এলাবাসীদের
সাথে কথা বলে জানা যায় যে, ইউনিয়নে নির্বাচন না হওয়ার কারনে সাধারন আম জনতা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মান্নান মেম্বার বিগত ০৫ বছর আগে এবং একই ওয়ার্ডের মহিলা সদস্য রানী মেম্বার গত ০৫ মাস আগে মারা যায়। তাই এলাকাবাসীর দাবী হলো অতি সত্তর ১৫ নং লাহারকান্দী ইউপি নির্বাচন বা ৮ নং ওয়ার্ড সদস্য উপ-নির্বাচন অথবা ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা আসনে উপ-নির্বাচন খুবই জরুরী। তাই যথাযত কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।