চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন জাতীয় শিক্ষাক্রম ইংরেজী ভার্ষনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব সায়েন্স বিজনেস এন্ড হিউমেনিটিজ (এসএসবিএইচ) এর ব্যবস্থাপনায় শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান অদ্য ১৪ই ডিসেম্বর, ২০১৯ ইং তারিখে নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমবেত জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকচিত্র প্রদর্শণী উদ্বোধনের মাধ্যমে সকাল ৯ টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা পরিচালক জনাব নিতাই কুমার ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুভ সূচনা করেন। সকাল থেকে আবৃত্তি, একক গান, দলীয় গান, নৃত্য এবং ফ্যাশন সো-সহ অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনা
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী বিএলএফ কমান্ডার বাশঁখালী, বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব মাহবুুুুুুুুুুুুুুুুুুুবুল রহমান শিবলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুরিদুল আলমকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মামনা গ্রহণ করেন শহীদ মুরিদুল আলম এর সন্তান জনাব মাহবুুুুুুুুুুুুুুুুুুুবুল রহমান শিবলী এবং মুক্তিযোদ্ধা সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী। এতে ২০১৮ সালের প্রাইমারী শিক্ষা
সমাপনী, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শহীদদের আত্মত্যাগের কথা বর্ণনা করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ব হয়ে এদেশের শিল্প সংস্কৃতিকে আকড়ে ধরে এগিয়ে যাওয়ার প্রতি আলোকপাত করেন। সাথে সাথে এ দেশ ও জাতীকে দূষণ ও দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়তে মাননায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তন প্রচেষ্ঠাকে সুদৃড় করার আহবান জানান। এসএসবিএইচ ও সিএসবিএইচ এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ’স কেয়ার ফাউন্ডেশন এর
ম্যানেজিং ডিরক্টের জনাব মেহরাব মাসুক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে বুকে ধারণ করে আগামীতে দেশ গড়নের দৃড় আহবান জানান। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন এসএসবিএইচ এর শিক্ষিকা মিস লুবাবা ফেরদৌসী সায়কা, জনাব পুলক দেব দাশ ও স্কুলের শিক্ষিকাবৃন্দ। সমন্বয়কারী হিসেবে ছিলেন স্কুলের কো-অডিনেটর জনাব হোসেন আকতার ।