চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে এক আলোচনা সভা গত ১৩ ডিসেম্বর কদম মোবারক এম.ওয়াই.উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষক, বিশিষ্ট লেখক ডাঃ মাহফুজুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি কামাল উদ্দীন, প্রাবন্ধিক ছিদ্দিকুল ইসলাম, উপন্যাসিক দুলাল চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, অজিত কুমার শীল,
শিক্ষক কমলেশ ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সজল দাশ, এম. নুরুল হুদা চৌধুরী, আবৃত্তি করেন কবি স্বপন বড়ুয়া, সোমা মুৎসুদ্দী, শবনম ফেরদৌসী। এতে আরো উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রিংকু ভট্টাচার্য, জয়নুদ্দীন জয়, সোহেল তাজ, মোঃ জাফর, মোঃ তিতাস প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭১ এর ১৪ ডিসেম্বর বাংলার আকাশে নেমে আসে
দূর্যোগের ঘনঘটা। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারে বাংলার স্বাধীনতা উৎসবের সময় মাত্র, তখনই তারা ঝাঁপিয়ে পড়ে দেশকে মেধাশূন্য, নেতৃত্ব শুন্য করার কুট-কৌশলে। হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ১৪ ডিসেম্বর এরা বেঁচে নেয় বিভিন্ন শ্রেণি পেশার মেধাবীদের। নির্মমভাবে হত্যা করেন দেশপ্রেমী কৃতি সন্তানদের। ইতিহাসের এক জঘন্যতম দিন ১৪ ডিসেম্বর। সভার শুরুতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।