
নিউজ ডেস্ক:
বাংলাদেশের ৪৮ তম বিজয় দিবস আজ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তাকে মুক্তিযোদ্ধারা। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের ৪৮ তম স্বাধীনতা দিবস এবং বিজয়, দিবস হিসেবে পালিত হচ্ছে।বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার আদলে সেজেছে সংসদের দক্ষিণ প্লাজা।গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও আলোক সজ্জার উদ্যোগ নেয়া হলেও এবারই প্রথমে থিমেটিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী
প্রকৌশলী সমীরণ মিস্ত্রী।তিনি জানান, সংসদ ভবনে জাতীয় পতাকার রঙে লাল ও সবুজ রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে।দুদিন ধরে থাকবে এ আলোকসজ্জা।উপ-বিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদ জানান, পুরো সংসদ ভবন এলাকায় এ আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া সংসদ ভবন মাঠের দু’পাশে দু’টি ভাস্কর্যের প্রতিচ্ছবি স্থাপন করা হয়েছে।মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরাই ছিল আলোকসজ্জার মূল কাজ।দক্ষিণ প্লাজা জাতীয় পতাকার আদলে সাজানো ছাড়াও সাতজন বীর শ্রেষ্ঠের স্মরণে সাতটি সার্ফপি লাইট স্থাপন করা হয়েছে।জাতীয় সংসদ ভবন এলাকার এই
আলোকসজ্জা দেখতে রোববার সন্ধ্যা থেকেই সংসদ এলাকায় দর্শণার্থীদের ভীর লক্ষ্য করা গেছে। নানা বয়সের মানুষ এসেছে এই লাইটিং দেখতে। সঙ্গে ছবি তোলা, সেলফি তো রয়েছেই।তবে সংসদ ভবনের আশপাশ থেকে অনেক দর্শনার্থীরা এসে” ভিড় জমিয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তবে জানা গেছে এ লাইটিং দুই দিন ধরে থাকবে তাই আজ সোমবার সন্ধ্যার পরে ও দর্শনার্থীদের ভিড় থাকবে বলে মনে হচ্ছে।