কাপ্তাই প্রতিনিধি।
চট্টগ্রামের চাক্তাই এলাকায় লবন উৎপাদনকারী প্রতিষ্টান ‘মেসার্স সি সল্ট লিঃ ও মেসার্স পূর্বানী সল্ট ক্রাসিং ইন্ডাষ্ট্রিজ’ এর বিরুদ্ধে রাঙামাটি পিওর ফুট কোর্ট ও আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। কাপ্তাইয়ে অবাধে মেয়াদোর্ত্তীণ ও ভেজাল লবন বিক্রয়ের অভিযোগে রবিবার (১৫ই ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন/২০১৩ এর ২৬ ধারায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন কাপ্তাইয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ।কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, কাপ্তাইয়ে ভেজাল ও মেয়াদোর্ত্তীণ খাবার লবনে সয়লাব হওয়ার
খবর মিলেছে। এমন তথ্যে বাজার পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত হওয়ায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের চাক্তাইয়ের রাজাখালী রোডের মেসার্স পূর্বানী সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজের মালিক হাসান মুরাদ ও একই এলাকার মেসার্স সি সল্ট লিঃ এর মালিক তানভীর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মাসুদ আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত দাপ্তরিক আদেশ মূলে (উপ:স্বা:কম/কাপ্তাই/২০১৯/৮২৭/৮ ও উপ:স্বা:কম/কাপ্তাই/২০১৯/৮২৮/৮) রবিবার ‘রাঙামাটি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদের বেঞ্চে এই মামলা রুজু হয়। কাপ্তাইয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, কাপ্তাইয়ে অবাধে ভেজাল ও মেয়াদোর্ত্তীণ লবন বিক্রয় করা হচ্ছিল। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে চট্টগ্রামের এই দুই প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করার সত্যতা পাই। যার কারণে নিরাপদ খাদ্য আইনে মেসার্স সি সল্ট লি. ও মেসার্স পূর্বানী সল্ট ক্রাসিং ইন্ডাষ্ট্রিজ’ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।