
ছাতক প্রতিনিধি:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ড. ময়নুল হক বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততবেশি উন্নত। উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সন্তানদেকেও সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান প্রতিটি গ্রাম হোক মিনি শহর, শহরের ন্যায় শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠুক প্রতিটি গ্রাম-গঞ্জ। এখানেও তাই হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা লাভের পর এখানের পরিবেশটাও পরিবর্তন হয়েছে। এতে এলাকাটি এখন সিটি শহরে পরিণত হয়েছে। তিনি ব্রিজ একাডেমির চেয়ারম্যান আইয়ুব করম আলী ও তার সহ-ধর্মীনি ডিরেক্টর হোসনে আরা আলীর উদ্যোগকে ভূয়ূসী প্রশংসা করেন আরো বলেন, সিলেটের বিভিন্ন ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানের মতো এটিও
অন্যতম প্রতিষ্ঠান। এলাকার সচেতন অভিভাবকদের উচিৎ তাদের সন্তানদের এ প্রতিষ্ঠানে ভর্তি করে প্রতিষ্ঠিত একজন নাগরিক হিসেবে গড়ে তুলা। গতকাল শনিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি কর্তৃক আয়োজিত ভর্তি মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আইয়ুব করম আলীর সভাপতিত্বে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ। শিক্ষার্থী জুবায়দা তাসলীম নীলা ও মুনতাহা রশিদ বীথির পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি প্রফেসর, ফরেনসিক বিভাগীয় প্রধান ডাক্তার মো. শামসুল ইসলাম, হাসপাতালের দন্ত বিভাগের প্রধান ডাক্তার মো. মুমিনুল হক, ব্রিজ একাডেমির ডিরেক্টর হোসনে আরা আলী ও সুহেল মিয়া, সিলেট কিডস্ ক্যাম্পাসের প্রিন্সিপাল নিবরাস মাইশা তাইফুর, বক্তব্য রাখেন শিক্ষার্থী বুশরা বেগম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আনোয়ার হোসেন ও গীতা পাঠ করেন তিথি পুরকায়স্থ। মেলায় একাডেমীর শিক্ষার্থীরা নিজস্ব পোষাকে ভিন্ন
ভিন্ন সাজে অংশ নেয়। শিক্ষার্থীরা জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান যৌথ ভাবে পরিবেশন করেন। অনুষ্ঠানস্থলে ব্যতিক্রমী ৯টি স্ট্রল খুলা হয়। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুন বনিক ও তার দল। এসময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকা থেকে অর্ধশত শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়।