রাঙ্গামাটি কাপ্তাই।
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা,ও কারিগরী শিক্ষা ক্রীড়া কমিটির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪৯ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা রবিবার (২২ডিসেম্বর)কর্ণফুলী সরকারি কলেজ মাঠে উদ্ধোধন করা হয়েছে । উদ্ধোধনী ম্যাচে ক্রিকেটের একটি ম্যাচ অনুষ্টিত হয়।সেসময় দেখা যায় ম্যাচের সুপার ওভারে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেপিএম স্কুলকে পরাজিত করে। প্রথম বারের মত ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক
বিদ্যালয় ৮৮ রান করে জবাবে কেপিএম স্কুল ১২ ওভারে,সমপরিমাণ রান করে ,ফলে ম্যাচ সুপার ওভারে গিয়ে দাড়ায়।এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্কতার সভাপতিত্বের কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ,এইচ,এম বেলাল চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন। এসময় কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান, ক্রিড়া শিক্ষক এবং সরকারি বেসরকারি কর্মকর্তাগণ দর্শকরা উপস্থিত ছিলেন।