বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে ২য় দিনের আলোচনা সভা মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে গতকাল ২৫ ডিসেম্বর বিকাল ৫ টায় বাণীগ্রামস্থ সাধনপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মেলা পরিষদের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আবুল কালাম ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জিয়াউদ্দিন আরিফের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ মেম্বার,
মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ, মুক্তিযোদ্ধা হরিপদ চৌধুরী, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র’র সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, রোকেয়া ফাউন্ডেশনের পরিচালক জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জিয়াদ সিকদার, শামীম, দাউদ মানিক, আব্বাস উদ্দিন প্রমুখ। সভার শুরুতে প্রণব কুমার সিকদারের পরিচালনায় প ানন দে’র সহযোগিতায় সঙ্গীত পরিবেশন করেন জ্যোতি সিকদার মনিষা দে, অপরাজিতা দাশ মোঠুসী বিশ্বাস, জগন্ম সিকদার, হিমাদ্রী মজুমদার, মমতা দাশ, শান্ত পাল, তমা দে, শ্রাবণী পাল, নাদিয়া ও মনিরুল ইসলাম, নৃত্য পরিবেশন করেন নিশিতা, অবন্তি, অথৈ, শ্রুতি, সাথি, সুচিতা, বিশাখা প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। দীর্ঘ ৯ মাস ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের আমাদের এই লাল সবুজের পতকা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে আলোকজ্জ্বল ভূমিকা রেখে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫
সালে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এদেশের স্বাধীনতা তথা এদেশকে বিপন্ন করতে চেয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস স্বাধীনতা বিরোধীরা দীর্ঘদিন কুক্ষিগত করে রেখেছিল। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং স্বাধীনতার মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু দেশপ্রেমের সঠিক বার্তা গণমানুষ তথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্বমানবতার মাথা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিগত প্রায় ১১ বছরের বহুমুখী উন্নয়ন কর্মকা-ের ফিরিস্তি জনমানুষের মাঝে প্রচার এবং প্রসার করতে হবে। তিনি
দলীয় নেতাকর্মীদেরকে তৃণমূলের আওয়ামী লীগের জন্য নিবেদিত সংগঠকদেরকে সাথে নিয়ে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও সামাজিক এবং মানবিক কর্মকা- পরিচালনা করার আহ্বান জানান। তিনি বাঁশখালী সুদূর প্রত্যন্ত অ লের এ রকম বিজয় মেলার মত মহান অনুষ্ঠানের আয়োজন করায় মেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং আগামীতে এ বিজয় মেলা চলমান রাখার আহ্বান জানান। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।