
লের নাম: অক্সিজেন স্কুল এন্ডে কলেজ ফরম ফিলাপ ২ হাজার টাকা
বিশেষ কোচিং ১০০০×৩মাস=৩০০০ হাজার টাকা(বাধ্যতামূলেক)
অতিরিক্ত মডেল টেস্ট বাধ্যতামূলক ৫০০ টাকা করে ৩মাসে ৩টা ৩×৫০০=১৫০০ টাকা।
বাংলাদেশের ছাত্রলীগের নবাগত ক্ষুদে সদস্য
সৈয়দ মুহাম্মদ আকিব,মোজাম্মেল হোসেন জিগার,অজয় শীল,জাবেদ হাসান মিনহাজ,হৃদয় দেবের অভিযানের ফলে বর্তমানে ফরম পূরন করা হচ্ছে মাত্র ১৮০০ টাকা(যদিও সরকার নির্ধারিত টাকার বেশী)
এছাড়া স্পেশাল কোচিং ও মডেল টেষ্ট বাধ্যতামূলেক নেই। যাদের ইচ্ছা হবে তাঁরাই শুধু অংশ নিবে। যাদের প্রয়োজন হবেনা তারা টাকাও দিবেনা
স্কুলের নাম : অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ।
এসএসএসি ফরম ফিলাম =২৫০০ টাকা
বিশেষ কোচিং ১০০০×৩মাস=৩০০০ হাজার টাকা(বাধ্যতামূলেক)
অতিরিক্ত মডেল টেস্ট বাধ্যতামূলক ২টা ১৫০০ টাকা
বাংলাদেশের ছাত্রলীগের নবাগত এই ক্ষুদে সদস্য
সৈয়দ মুহাম্মদ আকিব,মোজাম্মেল হোসেন জিগার,অজয় শীল,জাবেদ হাসান মিনহাজের অভিযানে বর্তমানে ফরম পূরনের ফি ১৭০০ টাকা(যদিও সরকার নির্ধারিত টাকার বেশী।)
এছাড়া স্পেশাল কোচিং ও মডেল টেষ্ট বাধ্যতামূলেক নেই। যাদের ইচ্ছা হবে তাঁরাই শুধু অংশ নিবে।
যাদের প্রয়োজন হবেনা তারা টাকাও দিবেনা
বাংলাদেশ ছাত্রলীগের এই বন্ধুদের ‘ক্ষুদে’ ছাত্রলীগ বলার কারন হচ্ছে, বিগত দুই-একবছর আগেও তারা এমন জটিলতা ও শিক্ষা বানিজ্যের মুখোমুখি হয়েছিলো নিজেদের এসএসসি পরীক্ষায়।
সেসময়ে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের ধারাবাহিক কর্মসূচীর আওতায় তারা সেই দূর্ভোগ থেকে পরিত্রান পেয়েছিলো এবং ছাত্রলীগ সংগঠনকে ভালোবেসেছিলো। আজ তারাও কেউ কলেজে কেউ স্থানীয় ছাত্রলীগে কাজ করছে। সাধারন শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনা সরকারের শিক্ষাসেবা সুলভ মূল্যে পৌছে দিচ্ছে। হাজারো তারার মাঝে নক্ষত্রের মতো জ্বল জ্বল করা তারাগুলোর জন্য শুভকামনা।
‘শিক্ষাবানিজ্যের সংগ্রাম চলুক’