
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আহসানুল ইসলাম টিটুর সমর্থকরা হামলা চালিয়েছে আরেক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আশরাফুল ইসলামের ওপর, এমন আভিযোগ ওঠেছে।হামলাকারীরা ব্যারিস্টার আশরাফকে বহনকারী গাড়ি ভাংচুর করে।১৯ নভেম্বর (সোমবার)বিকালে উপজেলার সলিমাবাদে এ ঘটনাটি ঘটে। নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ব্যারিস্টার আশরাফুল ইসলামকে উদ্ধার করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।
ব্যারিস্টার আশরাফের অভিযোগ, সোমবার সকাল থেকে তার নির্বাচনী এলাকায় আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ ও স্বাক্ষর গ্রহন করতে সলিমাবাদ গ্রামে যান। সলিমাবাদ মোড়ে তার স্বজন ও জনগনের গণস্বাক্ষর নেয়ার সময় অপর মনোনয়ন প্রত্যাশী আহসানুল ইসলাম টিটুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বহনকৃত গাড়িটি ভাংচুর করে। অবস্থা বেগতিক দেখে তিনি মোবাইল ফোনে নাগরপুর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে সহ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে।এবং তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়।
হামলার বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আলম চাঁদ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল দ্রুত ব্যারিস্টার আশরাফ ও তার সফরসঙ্গীদের উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনাটি নিয়ে উর্ধতন কর্মকর্তাদের পরামর্শ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।