
বর্তমান প্রজন্মে লালন অনুশীলন অতি আবশ্যক। কুষ্টিয়া লালন একাডেমীর উদ্যোগে সুফীসাধক, গবেষক ফকির লালন সাঁইয়েরর এর ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী লাল মেলা, আলোচনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান গত ১৬ অক্টোবর বিকেলে কুষ্টিয়ার লালন মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ১ আসনের সাংসদ আ.ক.ম সরওয়ার জাহান, কুষ্টিয়া ৪ আসনের মোঃ সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ.মহিদ উদ্দীন বিপিএম, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল
ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, কুষ্টিয়া জেলা পিপি এড.অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাব আলী খান, কুষ্টিয়া কুমার খালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, চকুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম বিপ্লব। আলোচক ছিলেন লালন মাজারের খাদেম মোঃ আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা কুষ্টিয়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, স্বাগত বক্তব্য রাখেন লালন
একডেমীর এডহক কমিটির সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালক্টর এম.এ.মুহাইমিন আল জিহান। এতে লালন সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম থেকে আগত লোকসঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, রাখী শবনম, লালনব্রতী দীলিপ বড়ুয়া, লুপর্ণা মূৎসূর্দ্দী লোপা, মাহবুবা আক্তার শিল্পী, নূপুর সাহবুল, সমির বাউল, আশা লতা, ওস্তাদ কুদ্দুস, ডলি সরকার, সি তা পাল, রুশিয়া খানম সহ অন্যান্য শিল্পীরা। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালন শাহ’র জীবন কর্ম বর্তমান প্রজন্মের কাছে অনুকরণ ও অনুস্মরণযোগ্য। তিনি বলেন, লালনের গান
শুধু গান নয় সেগুলো হচ্ছে বাণী। যেখানে রয়েছে মানব কল্যানের নির্দ্দেশনা। লালনের গান এখন বিশ্ব দরবারে নানাভাবে গবেষিত হচ্ছে। মানব মুক্তির নিগুঢ় তথ্য। প্রাায় দুইশ বছর আগের তার দর্শন, ভাবধারা, জীবনাচার এখনও মানুষকে ভাবিত করে, প্রাণিত করে। এই সময়ে বরং তাঁর সেই বানীগুলো আরো বেশী সমসাময়িক। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিল্পীদেরকে লালন সংগীতের সঠিক ও শুদ্ধ চর্চা করতে হবে। লালন আমাদের বিশ্ব বাঙালীর অহংকার। লালনের গানকে আরো বেশি দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে।