দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, স্মরণে রাখার মতো জীবন গঠন করতে পেরেছেন বলেই আইয়ুব বাচ্চু আজ সবার হৃদয়ে। তিনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ একজন গীটার বাদক। নিজ গুনে তিনি সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। আইয়ুব বাচ্চু চট্টগ্রামের সন্তান। তার মতো আরো অনেক নামীদামি শিল্পী চট্টগ্রামে তৈরী হলেও আমরা তাদের ধরে রাখতে পারিনি। কারণ শিল্পীদের ধরে রাখার সুযোগ সুবিধা এ নগরে নেই। তাই চট্টগ্রামে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরি করা অতীব জরুরী। গতকাল ১৮ অক্টোবর চট্টগ্রামের ইতিহাস ও
ঐতিহ্য নিয়ে কাজ করার প্রত্যয়ে গঠিত চাটগাঁইয়্যা নওজোয়ান নগরের মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় আইয়ুব বাচ্চুর স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা করেন এবং এতিম ও দুস্থদের জন্য তাবারুকের ব্যবস্থা করেন। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামশুল হায়দার তুষারের সার্বিক তত্বাবধানে ও সেলিম আকতার পিয়ালের স ালনায় স্মরনানুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা থেকে আগত লেখক ও সাহিত্যিক
আনিসুল হক, বরেণ্য সংগীত শিল্পী এসআই টুটুল, বিশিষ্ট গীতিকার কবির বকুল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাৎ হোসেন, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আইয়ুব বাচ্চুর মামা আব্দুল আলীম লোহানী, ছোট ভাই ইরফান চৌধুরী ছট্টু, চাচাতো ভাই ব্যাংকার তারেকুজ্জামান তারেক, সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, সংগঠক ও সমাজসেবক লায়ন এমএ মুছা, গীটারিস্ট ইমরান ফারুকী, সাবেক সদস্য এলআরবি
রিয়াদ,গীটারিস্ট ফাইজুস মাসুম, সংগঠনের কার্যকরী সদস্য ডা: রকিবউল্লাহ, সংগীত শিল্পী ইকবাল হায়দার, সাংবাদিক মো: কামাল উদ্দিন। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সভাপতি গিয়াস উদ্দিন, নাজমা আক্তার মিতা, আহিল সিরাজ, জসিম উদ্দিন মিটুন, আনোয়ার হায়দার রাজিন, নার্গিস চৌধুরী, জানে আলম জনি, রায়হান সুলতানা নিহা, বাবু বিষ্ণু বণিক, নাসরিন চৌধুরী, মঞ্জুর আলম, সাফাত ইব্রাহীম, জসিম উদ্দিন, শারমিন হোসেন, সীমা দে প্রমুখ। উল্লেখ্য ২০১৬ সালে চাটগাঁইয়্যা নওজোয়ান সংগীতে অসামান্য অবদানের জন্য আইয়ুব বাচ্চুকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।