জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ্য পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্ম দিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ উদ্যোগে ৩৪নং ওয়ার্ড পাথরঘাটা মরহুম আবু তালেব চৌধুরীর নিজ বাসভবনে সংগঠনের সভাপতি আফজাল হোসেন আজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মানিকের স ালনা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং শেখ রাসেল স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আবু মোঃ রাশেদ চৌধুরী। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: আবু বক্কর, এড তপন কুমার দাশ, প্রকাশ জৈন, যুবলীগ নেতা আব্দুল নুর আইয়ুব, মাঈনুল ইসলাম। শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, সৈয়দ ইমরানুল আলম, সুরেশ রায়, দেবজয় দে, সৌরভ দেওয়ানজী, পুজন দে, বাবু, দেবু, দীপু দেওয়ানজী, সনৎ, সার্থক, দেবরাজ দে, জনি, জিসান, রিফাত, সাদি, আদিব, আনাস প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ইং আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে হত্যার মাধ্যমে তারা এই দেশে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চলেছেন। সেই লক্ষে শেখ রাসেলের আদর্শকে বুকে ধারণ করে শেখ রাসেল পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর ধারাবাহিকতায় আমরা আজ শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন করে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি।