ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের সাবেক সভাপতি, মরমী কবি সাংবাদিক গিয়াস উদ্দিন আহমদ স্মরণে “গিয়াস উদ্দিন লোক উৎসব” সফলের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। লোক উৎসব সফলের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারে কনফারেন্স হলে নিবার্হী কর্মকতার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু,সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,সহকারি কমিশনার (ভুমি)তাপস শীল,ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন বাহার,গোবিন্দগঞ্জ আবদুল হক অনার্স কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন,
উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবীব,মুজিবুর রহমান,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি সভাপতি মোনায়েম খান,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, মরমী কবি আব্দুল আজিজুর রহমান চৌধুরী,কন্ঠশিল্লী চনন্দ মিয়া, এস.এম শয়িয়ত উল্লাহ,মতিউর রহমান,মনিরউদ্দিন,মনসুর আহমদ,ত্রুীড়াবীদ লাল মিয়া,ফারুক আহমদ সরকুম,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কাব্য কথা সাহিত্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেন রনি, সদরুল আমিন আমীন সুহান, ইউপি সদস্য আলকাব আলী, শিক্ষক পংকজ দও,আব্দুল বাসিত,ছুরত মিয়া,সাংবাদিক আরিফুর রহমান মানিক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার.
সাবেক সাধারণ সম্পাদক সাকির আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, কবি পুত্র ফাইম আহমদ ,সাংবাদিক জাকির আহমদ,কাওসার আহমদ, নেপুর চন্দ্র দাস প্রমুখ। অনুষ্টিত সভায় কবি, সাংবাদিক, গীতিকার, সাহিত্যিক, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ি ও সমাজসেবীদের নিয়ে উপজেলা প্রশাসনের হল রুমে সকলশ্রেনীর মানুষের এক মিলন মেলায় পরিনত হয়। আসছে ১৮ ফেরুয়ারি অনুষ্টিত হবে ছাতকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টের প্রাচীনতম বালু মাঠে মরমী কবি গিয়াস উদ্দিনের স্মরনে গিয়াস উদ্দিন আহমদের লোক উৎসব গানে ছন্দে ছন্দে গানে গানে উৎসবের কর্মসূচি হাতে নিয়েছে উদযাপন পর্ষদ।আয়োজিত মরমী কবি গিয়াস উদ্দিন লোক উৎসবে ভোটের বয়ান, ভাটিয়ালী, দেহতত্ত্ব. মারফতি,মুশিদী,পল্লীগীতি, সিলেটী- গীত, জারি-সারি.দামাইল, পুঁথি,মালজুড়া ও আ লিক গান পরিবেশন করা হবে।
মরমী কবি সুফিসাধকের স্মরন লোক উৎসব কে কেন্দ্র করে এখন চারদিকে গন্যমাধ্যমে লোক উৎসবের ব্যানারসহ আমেজ বিরাজ করছে। এ লোক উৎসব হচ্ছে, মরমী কবি গিয়াস উদ্দিন আহমদকে ঘিরে গিয়াসউদ্দিন লোক উৎসব শুরু হবে ১৮ ফেরুয়ারি দুপুর ২টায় থেকে । সুফি সাধকের ভক্তবৃন্দের মিলন মেলা পরিনত হয়ে উঠবে । এ উপলক্ষে উপদেষ্টা,বহি বাংলাদেশ ,অর্থ,প্রচার ও প্রকাশনা,গান বাছাইসহ বিভিন্ন কর্মসূচী পালন করা পৃথক পৃথক কমিটি গঠন করেছে মরমী কবি গিয়াস উৎসব উদযাপন পর্ষদ। এ অনুষ্টানে সাবিক সহযোগিতা করবেন উপজেলা প্রশাসন। এদিকে দুই মরমী কবিকে ঘিরেই ছাতকে তিনদিনব্যাপি লোক উৎসব অনুষ্টিত হবে বলে নিবার্হী কমকতা মোহাম্মদ গোলাম কবির এ সভায় উল্লেখ্য করেন।