ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সিদ্দিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। আগুনে পুড়ে নিহতের এ ঘটনায় উপজেলাজুড়েই ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আগুনে পুড়ানো যুবকের লাশ গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। সে উপজেলার সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র ছিদ্দেক মিয়া (২০) গত বৃস্পতিবার গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত বৃস্পতিবার গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামের পয়েন্ট তার মামা সেবুল মিয়ার মুতি দোকান সে পরিচালনা করে আসছে। গত বুধবার রাতেই খাবার খেয়ে সেবুল মিয়ার দোকানে ঘুমন্ত ছিলো, হঠাৎ করে সেই দোকানে আগুন লাগলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মামা সেবুল মিয়া জানান,গভীর রাতে তার দোকানে কে বা কারা এবং কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারন জানেনা। এব্যাপারে ওসি মোস্তফা কামাল জানান,আগুনে পুড়ে এক যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার কারন জানা যায়নি।