ওমানে আরেক আতংকের নাম লেবার কোট.. চেকিংনে বাংলাদেশী, পাকিস্তানী সহ ৭ জন কে দরে নিয়ে যায় ওমান লেবার কোট,
মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি,
জানা যায় ওমান মোবেলা সবজী মারর্কেট লেবার কোট চেকিংনে ২ জন বাংলাদেশী, ৫ জন পাকিস্তানীকে দরে নিয়ে যায় লেবার কোট, বাংলাদেশীরা ১ জন কুমিল্লা, আরেক জন বরিশালের, বর্তমানে তারা ওমান জেল হাজতে আছে বলে জানা যায়।
ওমানের মধ্যভাগের বেশি অংশ জুড়েই মরুভূমি। সমুদ্র উপকূলের কাছাকাছি পাহাড়ি এলাকায় রাজধানী মাস্কাট এবং আরো কয়েকটি শহর গড়ে উঠেছে। এখানে সারা বছর খুব গরম পড়ে এবং …তিন চার মাস একটু ঠান্ডা শুধুমাত্র পরিবার কে ভালো রাখার জন্যই এই কষ্ট কে হাসি মুখে মেনে নেন প্রতিটা প্রবাসী। কিন্তু কিছু অসাধু লোকের কারণে আজ বিদেশের মাটিতে সব বাংলাদেশি বদনাম এর ভাগিদার ..আমরা সবাই।
কিছু সংখ্যক বাংলাদেশীরা কিছু পরিত্যাকত খারাপ সবজি এবং ফল ছাপাই করে বিক্রয় করে। যা ওমাননের আইন অনুযায়ী সমন্বিত নয় তাদের কারনে আজ অনেক বাংলাদেশী,পাকিস্তানি ইন্ডিয়ান ভাইয়েরা আজ অসহায় হয়ে পড়েছে।
যানা যায় ওমানে সবজি মার্কেটে এমন লেবার চেকিং কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় নাই।
এক বাংলাদেশী নাছির উদ্দিন সাথে কথা বলে তিনি জানান, সব ওমান প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ করেছে। যার যার মালিকের এর কাছে কাজ করার জন্য, অবৈধ হয়ে কাজ করে কোন লাভ নেই বলে যানান তিনি।
এভাবে মাল বিক্রয় করা ওমাননের আইনের বড় একটা অপরাধ।
ওমানে বাংলাদেশের ৭০ হাজার প্রবাসী শ্রমিক কর্মস্থল ছেড়ে অবৈধ হয়ে গেছেন৷ তাঁরা কোথায় আছেন তা জানে না ওমান সরকার৷ তাই তাদের খুঁজে বের করতে প্রতিদিন সকাল বিকালে রাতে মানুষ কে ঘুমাতে ও দিতেছে না । ওমানের লেবার কোট নামক একটা সরকারী বাহিনীর সদস্যরা। পরিসংখ্যান বলছে, ওমানের মাটিতে বাংলাদেশী প্রবাসী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি এবং সুনামেও তারা সবার শীর্ষে। এছাড়া ভিসা ব্যবসায়িদের হাত বদলের কারণে কখনো ভিসার দাম পড়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত,