মহালছড়ি সংবাদদাতাঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায়”দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপ্রাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ১০ মার্চ ২০২০ রোজ মঙ্গলবার ১২.০০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজনে র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ১নং সদর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার শীল,মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা প্রবীণ কুমার চাকমা, পিআইও কর্মকর্তা মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান, সমাজসেবা কর্মকর্তা শামসুল হক,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম হোসেন ও প্রণব চাকমা, প্রেসক্লাব সভাপতি দীপক সেন,সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, সিনিয়র সদস্য শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের দাপ্তরিক কর্মকর্তাগণ, ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী ও জনগণের ব্যাপক সমাগমসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।
গতকাল ৯মার্চ খাগড়াছড়ি জেলা হতে আগত ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপজেলা মিলনায়তনের সম্মুখে মহড়া পরিচালনা করেন। আজকের এ দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
আজকের আলোচনা সভায় সকল বক্তা মহালছড়ি উপজেলায় সরকার কর্তৃক সকল এলাকায় গৃহিত ভূমিধ্বস,ভূমিকম্প,বন্যা মানবসৃষ্ট সকল দুর্যোগ নিয়ে এবং সরকারি ও বেসরকারি উদ্যেগে বৃক্ষ রোপনসহ সকল দূর্যোগের পূর্বপ্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক সংগঠন রেড ক্রিসেন্ট ও স্থানীয় সংগঠন সকলের সহযোগিতা কামনাসহ কার্যক্রমের উপর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।