,বেনাপোল প্রতিনিধি।
সর্দি জ্বর সন্দেহে এক শিশু কন্যা মৃত্যুর পর আতংক ছড়িয়ে পড়েছে বেনাপোলে।করোনা ভাইরাস সন্দেহে মা ও সর্দিজ্বর আক্রান্ত অপর শিশু কন্যার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন থাকার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, বেনাপোলের বড় আঁচড়া গ্রামে তপনের ২টি শিশুকন্যা সর্দিজ্বরে অসুস্থ্য হয়ে পড়লে তার বাবা গতকাল শনিবার বিকালে যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ্য বড় মেয়েকে ভর্তির জন্য বাড়ি থেকে রওনা দেয়। পথে বড় মেয়ে নিপা(১১) মারাত্মক অসুস্থ্য হয়ে মৃত্যু বরন করে। পরে তাকে নানা বাড়ি মনিরামপুরে দাফন করা হয়েছে বলে নিপার বাবা জানায়।
এ দিকে একই সময় সর্দিজ্বরে আক্রান্ত ছোট মেয়েটার শরীরে এখনো জ্বর রয়েছে। নিজ বাড়িতেই তার চিকিৎসা চলছে। এ দিকে করোনা সন্দেহে গ্রামের লোকজন সন্দেহভাজনদের চলাফেরা সম্পুর্ন বন্ধ করে দিয়েছে। বড়আঁচড়া গ্রামের ওই বাড়িসহ পুর্ব পাড়া লোক ডাউন করা হয়েছে। সর্দিজ্বরে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনা ছড়িয়ে পড়লে গোটা বেনাপোলে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শার্শা উপজেলা নিবার্হী অফিসার পূলক কুমার মন্ডল ও উপজেলা স্বাস্থ্য কর্মি আব্দুল মজিদ ঘটনাস্থলে চুটে আসেন এবং অসুস্থ্য মেয়ে ও মায়ের রক্তের নমুনা সংগ্রহ করেন।পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে তিনি জানান ।