মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরীঃ
নগরীর ২৯নং পুর্ব মাদারবাড়ী ওয়ার্ডে “মাদারবাড়ী ডেয়ারডেভিলস ক্রিকেট ক্লাব এর উদ্যোগে পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ। উক্ত অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণে উদ্বোধন করেন, পূর্ব মাদারবাড়ি সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাজ্জাদ হোসেন সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী আহমদ, প্রধান অতিথির বক্তব্যে আলী আহমদ বলেন, সমাজের বিত্তশালীরা স্ব স্ব অবস্থান থেকে মানবিক বিবেচনা করে মানবতার কল্যাণে এগিয়ে আসলেই করোনা মোকাবেলা সম্ভব বলে মনে করি আমি।
এসময় সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে লকডাউনের প্রথম থেকে এলাকার প্রত্যেক মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে এলাকার জনগনের মাঝে উপহার সামগ্রী দিয়ে আসছি আজকেও ২০০শ পরিবারকে মুরগি,চাল,ডাল,চোলা,কদু,তৈল সহ রমজানের উপহার সামগ্রী দিয়েছি এবং এই উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।তিনি আরো বলেন সরকারিভাবে যে বরাদ্দগুলো হচ্ছে সে গুলো সঠিকভাবে মানুষকে দেওয়া হচ্ছে না,
মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার জনগনের জন্য বরাদ্দ করা হয়েছে তা যদি জনগণ পেতো তাহলে আমাদের কাছে অভিযোগ আসতো না।এসময় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর-এর প্রেসিডেন্ট লায়ন এমএ মুসা বাবলু। এতে আরো ও উপস্হিত ছিলেন, হারুনুর রশিদ,মাসুদ,আলি নেওয়াজ,নুর জাহেদ বাবলু,আবু রায়হান রবিন,তাজেল,আজিজ,জিতু,এলিন,রাপি,আরজু,জাহেদ,আলা উদ্দিন, সেলিম সহ প্রমুখ।