আল ওমায়ের (সাকিব)
করোনা ভাইরাসের কারনে বর্তমানে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। শিক্ষার্থীদের সেশন জট থেকে বাঁচানোর জন্য ইউজিসি আর সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের যুক্তি, চলমান পরিস্থিতিতে যেখানে বেঁচে থাকাই অনিশ্চিত; সেখানে নতুন সেমিস্টারের ক্লাস, টিউশন ফি আদায় ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অমানবিক। এতে তাদের পরিবারের উপর মানসিক চাপ তৈরি হবে। এছাড়া অনেকেই বই-খাতা সব ঢাকায় রেখে এসেছেন। সেক্ষেত্রে তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে বিপাকে পড়তে হবে। তাই সার্বিক দিক বিবেচনায় এমন সিদ্ধান্ত বাতিল চান তারা। এক্ষেত্রে অনেকেই নতুন সেমিস্টারে রেজিস্ট্রেশন করবেন না বলে জানিয়েছেন।
অনলাইন ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার কথাও বলছেন অনেকে। আবার অনেকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ইউজিসি বরাবর মেইল করছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, টিউশন ফি ছাড়া ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ এবং নতুন সেমিস্টারে রেজিস্ট্রেশন করার সুযোগ দিলে পুরো বিষয়টি তাদের জন্য সহজ হত। তাই তারা এখন সবাই তাদের সমস্যার কথাটি প্রধানমন্ত্রী বরাবর মেইল করে জানাচ্ছেন।
প্রধানমন্ত্রী বরাবর তাদের মেইলটি হুবুহু দেওয়া হলো।
Sheikh Hasina, Honorable Prime Minister
Government of the People’s Republic of Bangladesh
Subject: Prayer for reconsidering the declaration of online activities of Private Universities.
Honorable Prime Minister
With tremendous honour and salutation we, the students of private universities of Bangladesh, would like to draw your attention to the fact that UGC has already declared that all the academic activities which includes –
1. Admission test
2. Taking class
3. Taking exams
of Private universities will start via online. As a student of a Private University, it saddens me to not be able to comply with the decisions taken by UGC. We have already been informed that everything is under lockdown during this crucial time, and it is extremely difficult for us to join the academic activities due to internet inaccessibility in the remotest and rural areas of our beloved country. Most of my fellow batch mates are living in the farthest corner of the country, and they’d be left with no option but to be left out.
Moreover online activities essentially requires compatible devices such as laptop,smartphone and advanced internet service which is very rare to find in rural areas. On top of that most of our parents are having a difficult time to afford fast Internet connection and tuition fees. In addition to that, students who used to previously work part-time to pay for their own expenses have no income source in this stressful time. It is our heartfelt prayer to you to take proper and effective initiatives to reconsider the decision taken by UGC to start any online activities.
We, therefore pray and hope that you would be kind enough to reconsider our vulnerable situation at this crucial time, and take proper initiatives so that my peers will not be deprived of any opportunities that could help them have a better future.
On behalf of the students of Private Universities,
Md Sabbir Hossain
North South University