নিউজ ডেস্কঃ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট কর্নেল (অব.) প্রফেসর ডা. মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি রবিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের সমন্বয়ক ডা. নিরুপম দাশ এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনা ভাইরাসের কারণে প্রাণ হারালেন দেশের দুই নাম করা চিকিৎসক। ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ধানমন্ডির আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন তিনি। হাসপাতালের মুখপাত্র ডা. এহতেশামুল হক জানান, কর্নেল (অব.) প্রফেসর ডা. মনিরুজ্জামান রবিবার বিকালে কাজ শেষে মিরপুর ডিওএইচএস’র বাসায় ফেরেন।
ইফতারের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এর সাথে সাথে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ আসেন। তিনি এসময় আরো বলেন, করোনা ভাইরাস পজিটিভের বিষয়টি সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের ভিত্তিতে জানতে পেরেছি, তবে এখনো কোনও কাগজপত্র হাতে আসেনি আমাদের।
ডা. এহতেশামুল হক জানান, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতাল ও মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগে কর্তব্যরত ৪ জনকে তাৎক্ষণিক হোম কোয়ারেন্টিনে এবং বিভাগটি ডিসইনফেক্টেড করার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে জ্বর ও বুকে ব্যথা অনুভব করছিলেন ডা. মোহাম্মদ মনিরুজ্জামান।
একপর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করলে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে গত ১৫ এপ্রিল দেশে প্রথম চিকিৎসক হিসেবে করোনাভাইরাসে মৃত্যু হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মঈন উদ্দিনের। ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন চিকিৎসক যার মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২০ জন মৃত্যু হয়েছে ২ জনের।