চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের মাধ্যমে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান ডা.বিপ্লব বডুয়ার হাতে হস্তান্তর করেন, চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।
আজ ০৭ মে দুপুর ১ ঘটিকায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডাঃ বিদ্যুৎ বড়ুয়াকে তিনি এই অক্সিজেন সিলিন্ডার সমূহ হস্তান্তর করেন। অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ব্যাবসায়ী মোসলেম উদ্দিন, জসিম উদ্দিন, জহির উদ্দিন খান, সহ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রামের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।