বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা থেকে সোমবার (১১ই মে) সকালে শার্শা উপজেলার বালুন্ড গ্রাম থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ শিমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে শার্শা থানার পুলিশ। আটক শিমুল ঝিকরগাছা থানার কুমড়ি (পশ্চিম পাড়া) গ্রামের আবুল কালামের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বালুন্ড গ্রামের সেতাই ব্রিজের উপর থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ শিমুলকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।