আন্তর্জাতিক ডেস্কঃ
করোনা ভাইরাসকে বুড়ো আঙুল দেখালেন ১০৮ বছর বয়সী একজন নারী নাম তাঁর সিলভিয়া গোল্ডসহল। থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নার্সিংহোমে। সেখানে প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস কোভিড–১৯–এ আক্রান্ত হন তিনি। আবার তা জয়ও করেন। হইচই ফেলে দেয়েছে পুরো পৃথিবীতে।কারণ, দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসে জয় করা প্রবীণতম মানুষদের মধ্যে তিনিও একজন। সিলভিয়া গত বছরের ডিসেম্বরে ১০৮ বছরে পা দিয়েছেন। স্বজনদের ভাষায়, সিলভিয়া আর দশজন বুড়ির মতো জবুথবু নন।
তিনি ফুরফুরে মেজাজের, মনোবল তাঁর থাকে চাঙা। আর এ জন্যই তিনি করোনাযুদ্ধে বিজয়ী হয়েছেন বলে মনে করেন পরিবারের সদস্যরা। সিলভিয়ার মা–বাবা ছিলেন রুশ। তাঁরা মার্কিন মুলুকে পাড়ি জমান। নিউ জার্সিতে ১৯১১ সালের ২৯ ডিসেম্বর জন্ম হয় সিলভিয়ার। বর্তমানে তার বয়স ১০৮ বছর ১০৮ বছর বয়সী এই নারী করোনাকে জয় করলেন এবং বিশ্বকে দেখিয়ে দিলেন করোনা জয় করা সম্ভব।