ছাতক প্রতিনিধি:
ছাতকে ভুয়া তালিকা থাকায় সন্দেহ ট্যাগ কর্মকতারা ৭০বস্তা চাউল,১শ’৪০কেজি আলু জব্দের করার এ ঘটনায় উপজেলাজুড়েই ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।গত বুধবার বিকালে ভাত গাও ইউনিয়নে এঘটনা ঘটে।জানা যায়, ৯শ’জন তালিকায় মধ্যে ৭শ’ উপকারভোগিদের নামে সঙ্গে পিতা-মাথার নামে মিল থাকায় তাদেরকে চাল দিয়ে বাকী ২শ’জন ব্যক্তিকে নামে সঙ্গে গড়মিল থাকায় চাল আলু বিতরন বন্ধ করে ৭০বস্তা চাল ও ১শ’৪০ কেজি আলুসহ জব্দ করা মালামাল গুলো ইউপি চেয়ারম্যানে জিম্মায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্যাগ কর্মকতারা। ভাতগাও ইউনিয়নের ৮ ও ৯ ওয়াডে তালিকায় ব্যাপক অনিয়ম গড়মিল থাকার অভিযোগে ২শ’জন ব্যক্তি তালিকায় জব্দ করেছেন ট্যাগ কর্মকতারা।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাষ্টার ৭০বস্তা চাউল জব্দ করার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন মা পক্ষে ছেলে ও বাবা পক্ষে মেয়ে আসার কারনে এসব চাউল বিতরন বন্ধ করেছে ট্যাগ কর্মকতারা। এসব চাউল গত বৃহস্পতিবার দুপুরে সঠিক নাম যাচাই –বাচাই করে ২জন ট্যাগ অফিসারে উপস্থিতিতে বিতরন করা হবে।
এব্যাপারে ট্যাগ কর্মকতা মাসুদ সরকার জানান,বিতরনকৃত তালিকায় সন্দেহ ধরা পড়ার কারনে চাউল ও আলু বিতরন বন্ধ করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবার দুপুরে আইডি কার্ডে সঙ্গে তালিকার মিললে তাদের মধ্যে চাউল ও আলু বিলিন করা হবে। তাদের আইডি কার্ডে গড়মিল রয়েছে তাদের চাউল ও আলু দেবেন না বলে নিশ্চিত করেন।এ ঘটনাটি তিনি উপজেলার ইউএনও মহোদয়কে অবগত করেছি।