নিউজ ডেস্কঃ
বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৪৫১টি নমুনা পরীক্ষার ফলাফল চট্টগ্রামে নতুন করে আরো ১৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, শনিবার(২৩মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ শনাক্ত হয় ৬২জনের। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৫৬ জন এবং চট্টগ্রাম নগরীর বাইরে উপজেলার ৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৪০টি নমুনা পরীক্ষায় ৯৮জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৯০ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৮ জন নগরীর বাইরের উপজেলায়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৬ জনেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। এতে সবমিলিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৬৬ জন।