ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার প্রশাসনের উপহার কাঁধে বহন করে পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের বাড়িতে। গতকাল শনিবার ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভিটামিন সি জাতীয় ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, পিঁয়াজ আলু খাবার নিয়ে করোনা রোগীর বাড়িতে কাঁদে বহন করে পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য ও এলাকার মুরব্বিয়ান তাদের উপস্থিতিতে এসময় স্বেচ্ছাসেবকরা বলেন ,লকডাউন বাড়ির সদস্যদের বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় বাজারের প্রয়োজন হলে স্থানীয় স্বেচ্ছাসেবক এর মাধ্যমে বাজার সংগ্রহ করার পরামর্শ সহ আশেপাশের মানুষদের সতর্ক করেন যাতে তাদের সকলের নমুনার রিপোর্ট আসার আগ পর্যন্ত চলাফেরা থেকে বিরত থাকেন।
এবং আশেপাশের মানুষদের সচেতনমূলক লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক টিম। সাবেক ইউ পি সদস্য মোঃ ওয়ারিছ আলী সকলের উদ্দেশ্যে বলেন করোনা রোগী আমাদের চারপাশে আসুন আমরা সতর্ক হই। বিপদ আমাদের খুব সন্নিকটে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃকামাল হোসেন স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের সেবায় আমি আমার পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই।