চট্টগ্রাম রিকশা চালক শ্রমিক লীগের উদ্যেগে বাংলাদেশ শ্রমিক লীগ ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিক ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক লীগের উদ্যোগে কেক কেটে শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
অদ্য ১২ অক্টোবর ’১৮ বিকাল ৪ঘটিকার সময় দোস্ত বিল্ডিংস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক লীগের উদ্যোগে কেক কেটে শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্টা বার্ষিকী পালন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আবুল কালাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড শ্রমিক লীগের প্রতিনিধির মাধ্যমে স্ব-স্ব এলাকায় গিয়ে আগামী জাতীয় নির্বাচনে শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদ্ধাত্ত আহ্বান জানান এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার তাই এই সরকারের কোন বিকল্প নাই। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন চট্টগ্রাম শহরে রাস্তাঘাট অধিকাংশ উচু-নিচু ও পাহাড়ী এলাকা বিধায় ম্যানুয়েল রিকশার পাশাপাশি ব্যাটারী চালিত রিকশা চলাচলের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অটো-রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. কালিম শেখ, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, টেম্পু এসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল মালেক, রিকশা মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, খুলশী থানা শাখার অর্থ সম্পাদক জাহাঙ্গীর মাঝি, মো. আলাউদ্দিন, মোঃ সোহেল, মো. হেলাল, আকবর শাহ থানা শাখার আবদুল মোমেন, মো. আবু তাহের, পাঁচলাইশ শাখা মো. জামাল, বায়েজিদ থানার সভাপতি মো. শাহেদ মোল্লা, মো. রফিক, মীর হোসেন, বাকলিয়া থানা শাখার মো. আলী আকবর, বাপ্পী দাশ, মো. আফছার, নিলমনি দাশ, সদরঘাট থানা শাখার সভাপতি মো. কামাল, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, হালিশহর থানা শাখার সভাপতি মো. আবুল হাসান খোকন, রূপম মহাজন, আবু আহমেদ প্রমুখ।