গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় অটো রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক আকন(৬০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামে নিজ বাড়িতে রবিবার রাতে। সে ঐ এলাকার ইসমাইল আকনের ছেলে।জানা গেছে, প্রতিদিনের ন্যায় অটো রিকশা চালানো শেষে ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুতে তড়িতাহত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।সোমবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস মিয়া।