
ঝিনাইদহ প্রতিনিধি;
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী-সেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আলী হোসেন অপুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন, আহ্বায়ক কমিটির সদস্য বাবলুর রহমান, আক্তারুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।