রাস্তার পথচারীদের গান শুনাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী গোফরান। ছবি:কাজেম।
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
আল ওমায়ের
রাস্তায় সবাইকে গান শুনিয়ে বিনোদিত করেন দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ গোফরান। ২০১৩ সাল থেকে তিনি গানের জগতে, এভাবে রাস্তার পাশে বসে সবাইকে গান শুনিয়ে আসছেন। চট্টগ্রামের সাতকানিয়ার গাঠিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা গোফরান। তার বাবার নাম আবদুল ওয়াজেদ ও মায়ের নাম আম্বিয়া খাতুন। বাবা মা কেউ বেঁচে নেই। গোফরানের পরিবারে আর কে কে আছে জিজ্ঞেস করলে গোফরান অজানা বাংলাদেশ কে বলেন তারা তিন ভাই, তার সব ভাই স্বাভাবিক এবং সবাই বিয়ে করেছে, কেউ তার দেখাশোনা করেন না, তারা তাদের পরিবার নিয়ে ব্যস্ত।
গোফরান চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। দৃষ্টি প্রতিবন্ধী গোফরান ১০ বছর বয়সে তার চোখের দৃষ্টি হারান, এর কয়েক বছর পর মা বাবা কে হারান। বর্তমানে এই পৃথিবীতে গোফরান একা। এভাবে প্রতিদিন গান শুনিয়ে দৈনিক ৫০০ এবং মাঝে মাঝে ১০০০ টাকাও উপার্জন করেন।
বর্তমানে তিনি ৭টা গান কভার করেছেন এগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আছে। নিজের দুর্বলতাকে পিছনে রেখে তিনি এভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, এর জন্য সকলের সহযোগিতা আশা করছেন গোফরান।