
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
আরিফুল ইসলাম সুমন|ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই সাফল্য গাঁথা শ্লোগানের এক প্রতিফলন ঘটেছে অতিসম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৭ বছর পর উপজেলার শাহজাদাপুর, নিয়ামতপুর ও ধাউরিয়া এ তিন গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পেলো। এতে অবশেষে এসব মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি, তাদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হলো। আর বিশাল এই জনগোষ্ঠীর এ স্বপ্ন পূরণের মূল কারিগর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
জানা যায়, সরাইল উপজেলার পূর্বদিকে হাওর বেষ্ঠিত কৃষি প্রধান অঞ্চল শাহজাদাপুর, নিয়ামতপুর ও ধাউরিয়া গ্রাম। ইউপি নির্বাচনী চারটি ওয়ার্ড নিয়ে গঠিত এ তিনটি গ্রামে মুসলিম সম্প্রদায় সহ সনাতন ধর্মাবলম্বী প্রায় ৫০ হাজার মানুষের বসবাস।
গত বৃহস্পতিবার সরেজমিন, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুজ্জামান মাষ্টার সাংবাদিকদের জানান, দেশ স্বাধীন হওয়ার পর যতগুলো সরকার এসেছে সবার কাছে এখানকার মানুষের বিশেষ করে দুটি দাবি উল্লেখযোগ্য ছিল, একটি এ তিন গ্রামকে বিদ্যুতায়ন করা এবং অপর দাবিটি হলো শাহজাদাপুর-নিয়ামতপুর-ধাউরিয়া সড়ক নির্মাণ। স্থানীয় সংসদ সদস্যের আপ্রাণ চেস্টায় দীর্ঘ ৪৭ বছর পর এ তিন গ্রামের মানুষেরা বিদ্যুৎ সুবিধা পেলেন। আশা করি এখানকার মানুষের অপর দাবি সড়কও নির্মাণ হবে। সেই জন্যে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
বিশিষ্ট সমাজ সেবক ও ইউপি জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দৌলত খান, ডাঃ আবুল খায়ের সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাদেম, ইউপি সদস্য অমরেশ ও যুবলীগ নেতা জগদীশ সহ অনেকে জানান, এই তিন গ্রামের মানুষ বিদ্যুৎ পাবার আশা ছেড়েই দিয়েছিলো। কারণ অতীতে বহুবার নিজস্ব উদ্যোগে এখানে বিদ্যুৎ আনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। অবশেষে জনবান্ধব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগে ও গণমানুষের নেতা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ অপেক্ষার পর এখানকার অবহেলিত মানুষ বিদ্যুৎ পেলেন। এখন সড়কটি নির্মাণ করা হলে এখানকার জীবনযাত্রার মান আরো উন্নত হবে।
সরাইল উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগ জানায়, সরকারি বিশাল অর্থ বরাদ্দে শাহজাদাপুর, নিয়ামতপুর ও ধাউরিয়া এই তিন গ্রামের মানুষদের বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। এ বিশাল কাজে শুধু বিদ্যুতের খুটি`ই ব্যবহার করা হয়েছে দুইশত পঞ্চাশটিরও বেশী।