অনলাইন ডেস্ক। অজানা বাংলাদেশ
চট্টগ্রাম: নগরের পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে মা হোসেনে আরা (৫০) ও মেয়ে পারভিনের (২২) মরদেহ দেখতে পান। তাদের একজনের মরদেহ ঘরের বাইরে এবং অপরজনের মরদেহ ঘরের ভেতর ছিল।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মা-মেয়েকে রাতে গলাটিপে হত্যা করা হয় বলে ধারণা করছে পু্লিশ।
ঘটনাস্থলে উপস্থিত ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দীন সেলিম বলেন, পারভিনের স্বামী মতিন তাদের দুইজনকে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে সে পলাতক। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।
গত ১০ মাস আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো।
সন্দেহভাজন হিসেবে মতিনকে খুঁজে বের করা হবে বলে। মা-মেয়ের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার নগরের হালিশহর এলাকায় নালা থেকে সুমি ইসলাম নামের এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুদিন পর সুমি ইসলামের স্বামী জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ডবলমুরিং এলাকার একটি কবরস্থান থেকে সুমির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।