
প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয় বলেন, সমস্যা নারীর পোশাকে নয়, পুরুষে চিন্তাই। একজন পুরুষ হিসেবে সমাজে আমাদের দায়িত্ব বেশি। একজন পুরুষ যদি নিজের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সে বন্য জীবের সমতুল্য। নগরীর এ.কে. খান মোড়ে আকবরশাহ্ থানা অনলাইন সোসাইটি কর্তৃক আয়োজিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আকবরশাহ্ থানা অনলাইন সোসাইটির সমন্বয়ক প্রকৌশলী জাফর ইকবাল জনির সভাপতিত্বে ও মোঃ শাহাদাতের স ালনায় মানববন্ধনে অতিথি ছিলেন মানবাধিকার কর্মী ইসমাইল হোসেন শিমুল, সোসাইটির সমন্বয়ক প্রকৌশলী হারুন উর রশিদ নোবেল, এস.বি.কে শুভ, শাহ্ নেয়াজ শাদীন, ইকন ভিন, আহমেদ সোহান, মাইনুল ইসলাম, ফরহাদ পাভেল, সাহাদ খান প্রমুখ। শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন পরবর্তী পদযাত্রায় আকবর শাহ্ থানাধীন এলাকার বিভিন্ন পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।