সোমালিল্যান্ডের এক হাজার টাকায় বাংলাদেশের ১০ টাকা! সোমালিল্যান্ড (সোমালি: Somaliland; আরবি: صوماليلاند; أرض الصومال) পূর্ব আফ্রিকার আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে, আদেন উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি স্বঘোষিত রাষ্ট্র। এটির পূর্ন আনুষ্ঠানিক নাম সোমালিল্যান্ড প্রজাতন্ত্র (সোমালি: Jamhuuriyadda Soomaaliland, আরবি: جمهورية صوماليلاند জুমহুরিয়াত সুমালিলান্দ)। আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে সোমালিয়ার অংশ হিসেবে গণ্য করা হয়।

সোমালিল্যান্ডের এক হাজার টাকায় বাংলাদেশের ১০ টাকা! সোমালিল্যান্ডের সরকার নিজেকে ব্রিটিশ সোমালিল্যান্ড অঞ্চলের উত্তরাধিকার রাষ্ট্র হিসেবে গণ্য করে, যা অতীতে স্বল্প সময়ের জন্য সোমালিল্যান্ড রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করেছিল। পরবর্তীকালে এটিকে অছিভুক্ত সোমালিল্যান্ড অঞ্চল (প্রাক্তন ইতালীয় সোমালিল্যান্ড) অঞ্চলটির সাথে ১৯৬০ সাথে একত্রীকৃত করে সোমালি প্রজাতন্ত্র গঠন করা হয়েছিল। সোমালিল্যান্ডের উত্তর-পশ্চিম সীমান্তে জিবুতি, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া এবং পূর্বে সোমালিয়া অবস্থিত।
সোমালিল্যান্ড সরকারের দাবিকৃত ভূখণ্ডের আয়তন ১,৭৬,১২০ বর্গকিলোমিটার (৬৮,০০০ মা)। ২০১৪ সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় ৩৬ লক্ষ লোকের বসবাস। হারগেইসা অঞ্চলটির রাজধানী ও বৃহত্তম নগরী,হারগেইসা সোমালি: Hargeysa, আরবি: هرجيسا) আফ্রিকার শৃঙ্গের সোমালিল্যান্ডের মারুদি জিহ অঞ্চলের একটি শহর। এটি সোমালিল্যান্ডের রাজধানী ও বৃহত্তম নগরী।
উপকূল ও অভ্যন্তরভাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি জলপান ও বাণিজ্যিক বিরতিস্থল হিসেবে হারগেইসা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এটি শেখ মাদার ও তাঁর মোল্লাদের নেতৃত্বে একটি ইসলামি তরিকা বসতিতে রূপান্তরিত হয়।১৯৪১ সালে ব্রিটিশ সোমালিল্যান্ড নামক ব্রিটিশ প্রতিরক্ষাধীন অঞ্চলের রাজধানী বেরবেরা থেকে সরিয়ে হারগেইসাতে নিয়ে আসা হয়। এর আগে ১৯শ শতকের মধ্য ও শেষভাগে এটি ইসাক সুলতান রাজ্যের ২য় রাজধানী ছিল। ১৯৬০ সালে ব্রিটিশ সোমালিল্যান্ড প্রাক্তন ইতালীয় সোমাল্যান্ডের সাথে একত্রে মিলে সোমালি প্রজাতন্ত্র গঠন করে।
হারগেইসা
পর্বতমালার একটি উপত্যকাতে সমুদ্র সমতল থেকে ৪৩৭৭ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে নব্যপ্রস্তর যুগের শৈলচিত্র রয়েছে। এছাড়া শহরটি মূল্যবান মণিপাথর আকৃতিপ্রদান, নির্মাণ, খুচরা সেবা ও বাণিজ্যসহ অন্যান্য অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র।
সোমালি ভাষা
আফ্রো-এশীয় ভাষাপরিবারের কুশিটীয়/ওমোটীয় শাখার অন্তর্গত একটি ভাষা। এটি ওরোমো ভাষার সমগোত্রীয় ভাষা। সোমালিদের দাবী অনুযায়ী প্রায় এক হাজার বছর আগে আরব-বংশোদ্ভূত সোমালিরা সোমালিয়ার তীরে বসতি স্থাপন করে। তবে ভাষাবিজ্ঞানী ও ঐতিহাসিকেরা মনে করেন তারা আরও আগে থেকে এই অঞ্চলে বসবাস করছে।
১৮৬৯ সালে সুয়েজ খাল খননের পর এই অঞ্চলে ইউরোপীয়দের আগমন ঘটে। ১৯শ শতকের শেষ ভাগে এসে সোমালিরা চারটি ভিন্ন বিদেশী শক্তির অধীনে বাস করছিল: উত্তর-মধ্য সোমালিয়া ও উত্তর-পূর্ব কেনিয়া ছিল ব্রিটিশ শাসনাধীন, দক্ষিণ সোমালিয়া ছিল ইতালীয়দের দখলে, পশ্চিমে বর্তমান জিবুতি অঞ্চল ছিল ফরাসিদের অধীন এবং ওগাদেন অঞ্চলটি ইথিওপীয়রা শাসন করত।
সোমালিয়া ও সোমালিল্যান্ডের প্রায় ৮০ লক্ষ মানুষ সোমালি ভাষায় কথা বলে। এটি এই দুই দেশের একমাত্র সরকারি ভাষা। এছাড়া।ভাষাটি ইথিওপিয়া, জিবুতি ও কেনিয়ায় একটি সরকারী ভাষা হিসেবে প্রচলিত। এথ্নোলগ অনুযায়ী সারা বিশ্বে প্রায় ১ কোটি ২৬ লক্ষ লোক সোমালি ভাষায় কথা বলেন।
সোমালিয়ার প্রাথমিক স্কুলগুলিতে একটি বিষয় হিসেবে সোমালি ভাষা পড়ানো হয় ও ভাষাদানের মাধ্যমে হিসেবেও একে ব্যবহার করে হয়। মাধ্যমিক স্কুলগুলিতে একটি ভাষা হিসেবে এটি পড়ানো হয়। সারা বিশ্বে প্রায় ২০টির মত রেডিও ও টিভি স্টেশন সোমালি ভাষায় প্রোগ্রাম সম্প্রচার করে।
স্বাধীনতাঃ
১৮ মে ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা লাভ করেন তারা,রাজনীতির একটি অংশ নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং আইনত সার্বভৌম রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট স্বীকৃতি চেয়েছে কিন্তু সার্বজনীনভাবে তেমন স্বীকৃত হয়নি। এই সত্ত্বাগুলি তাদের এলাকা কার্যত নিয়ন্ত্রণে রেখেছে। এ রকম সত্ত্বাগুলোর একটি অংশ অতীত থেকেই বিদ্যমান রয়েছে।
এখানে দু ধরনের ঐতিহ্যগত মতবাদ রয়েছে যা একটি ধারণা প্রদান করে যে একটি আইনত রাষ্ট্রের অস্তিত্ব কিভাবে আসে। ঘোষণামূলক তত্ত্বে আন্তর্জাতিক আইনে একটি রাষ্ট্রর নিম্নলিখিত চারটি বৈশিষ্ট্য সংজ্ঞায়িত হয়েছে।
রাষ্ট্রপ্রধানঃ
আহমেদ মোহামুদ “সিলানিও“ (সোমালি: Axmed Maxamed Maxamuud Siilaanyo, আরবি: احمد محمد محمود سيلانيو) (জন্ম ১৯৩৬) সোমালিল্যান্ডের একজন রাজনীতিবিদ, যিনি ২০১০-২০১৭ সাল পর্যন্ত সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি ছিলেন। তিনি সরকারের দীর্ঘকালীন সদস্য, সোমালি প্রজাতন্ত্রের বাণিজ্য মন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য পদে কাজ করেছেন।
সোমালিল্যান্ডের এক হাজার টাকায় বাংলাদেশের ১০ টাকা! ১৯৮০ এর দশকে, তিনি সোমালি জাতীয় আন্দোলনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।সোমালিল্যান্ডের ২০১০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে তিনি সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
দেশীয় মুদ্রাঃ
তাদের মুদ্রাকে স্থানীয় ভাষায় সিলিং বলা হয় তাদের আছে ৫০০ টাকার নোট এবং ১ হাজার টাকার নোট তাদের নিজস্ব সিলিং থাকলেও এখানে মার্কিন ডলারের প্রচলন বেশি দেশটিতে ১ মার্কিন ডলার সমান ৮৫০০ টাকা হয়।
সূত্র:উইকিপিডিয়া