
লেখক:- রুবেল ডুবাই থেখে
আমার যেতে ইচ্ছে করে সন্দ্বীপের ঐ গাঁয়
দু চোখ বুজে নিতে চাইগো মায়ের কোলে ঠাঁই।
হারিকেনের নিভু আলোয় দেখতাম মায়ের মুখ
মক্তবের ঐ কুরআন শুনে শীতল করতাম বুক।
খেজুর রসের পিন্নি খেয়ে মুখে দিতাম পান
বউ ঝি দের সাথে ধরতাম গলা ছেড়ে গান।
ছেড়া সেন্ডেল হাতে নিয়ে কাঁদা মাখা পা’য়
এক দৌড়েতে ছুটে যেতাম কবিতাদের গাঁয়।
তাদের বাড়ির উঠান কোণে রাঁধতাম নতুন ভাত
কিচ্ছার পাতা খুলে বসতাম শীতের সারা রাত।
জোয়ান বুড়া কচিকাচা রোদে দিতো গা
সূয্যিমামা দিতো সেথায় তারই উষ্ণ তা।
চুলার পাশে বসে খেতাম চিতই পিঠা গুড়
শেষ পাতেতে মুখে দিতাম চা মির্জাপুর।
আমার যেতে ইচ্ছে করে আমার শেকড় গাঁয়
দু চোখ বুজে নিতে চাইগো মায়ের কোলে ঠাঁই।
(এ সাপ্তাহিক কবিতা প্রকাশের জন্য আহবান আমার নিজের লিখা কবিতা নাম্বার ৮)