মোঃ জুয়েল রানা (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস (১৬ ই ডিসেম্ভর) পালিত হয়েছে।
রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মহান বিজয় দিবস (১৬ ই ডিসেম্ভর) উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বাবুলের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য গোলাম কাদের মামুন, সাবেক ছাত্রলীগ নেতা জাবেদ পাটোয়ারী, মকবুল হোসেন,
এসময় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল্লাহ, মাওঃ জাকির হোসেন, আরবী প্রভাষক মাওঃ গোলাম নেওয়াজ, ইংরেজী প্রভাষক আবু ছায়েদ মজুমদার প্রমুখ।
এসময় আলোচনা সভায় ইউপি কাউন্সিলর লাকী বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ পাটোয়ারী, যুবলীগ নেতা ইলিয়াস মিয়াজীসহ মাদ্রাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য, ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।