
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইল-৫ আসনে আজ ২০ ডিসেম্ভর বৃহস্পতিবার নিরালা মোড় চত্বরে নির্বাচনী জনসভায় মাথাল প্রতীকে ভোট প্রদানে মুরাদ সিদ্দিকীকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন সাধারণ জনগণ ও কর্মী-সমর্থকরা।নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে। তারা ঐক্যবদ্ধ হলেন মাথাল প্রতীকে ভোট দেবেন, দলীয় প্রতীকে নয়।
জানাযায়,একাধিকবার মুরাদ সিদ্দিকী সামান্য ভোটে হেরে যান।তবে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য তথ্যমতে জানা যায়, গত সংসদ নির্বাচনে গণভোটে নির্বাচিত হয়েও বিজয় ঘোষনা করা হয় ছানোয়ারকে। তারপরও মনোবল ভাঙ্গেনি একান্ত ত্যাগী নেতার।
সাধারণজনগনের অভিমত, ভোট দিলাম ঠিকই, এমপি বানাইতে পারলাম না।এবারও ভোট দিমু আমাগো মাথাল মার্কায়।আমাগো হারাদিন রোদ-বৃষ্টিতেই থাকন লাগে।কেরা আমাগো কি কইরা দিব।একবার এমপি বানাইবার পারলে আমাগো মার্কার তো জয় অব।
এরিমধ্যে জনগণের ভোটের প্রতিফলন শেষ নাগাদ রায়ে কারচুপির আশন্কা থাকলেও এ ধোঁয়াশা নানা আন্দোলনের কারণে কিছুটা হ্রাস পেয়েছে।
ভোট পাহারায় রাখতে হবে, এমন মনোভাব পরিলক্ষিতও হচ্ছে।প্রাণের বিনিময়ে ভোট রক্ষা আন্দোলনের মনোভাব ইতোমধ্যে সৃষ্টি হয়েছে বলে ত্যাগী কর্মীরা মত ব্যক্ত করেন। নির্বাচন যতই ঘনিয়ে অাসবে মাঠ ধরে রাখতে প্রার্থী-কর্মীদের ততই সজাগ ভুমিকায় থাকতে হবে।ভোটের মাঠ ঠিক রাখতে হবে।
বাংলাদেশ আওয়ামীলীগ নিবার্চন পর্যবেক্ষক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ এ বিষয়ে জানান, ইতোমধ্যে নিবার্চন কমিশনার যাদের নানা জটিলতায় প্রার্থিতা আটকে ছিল, তাদের
আদালতের রায়ে চূড়ান্ত প্রার্থিতা বহাল রেখেছে।জনগণের ভোটের প্রতিফলনও তেমনি বহাল থাকবে।
স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী জানান, আপনারা চাইলে আমাকে এমপি বানাতে পারেন। আমি আপনাদেরই লোক, যদি হাসান সাব বানাতে পারেন।তবে এই ছেলেটাকে মাত্র একটিবার এমপি বানালে আপনাদের লাভই হবে।আমি এমপি হলে আপনাদের আরও বেশি খেদমত করতে পারব।আমি ঐক্যফ্রন্টের মার্কা হাতে পেয়েও গ্রহণ করিনি।কারণ ভোট আপনাদের হাতে, আপনাদের ভোটে এমপি হবো।সবকিছু বাদ দিয়ে আপনাদের উপর আস্থা রেখে পথ চলছি।আপনারাই আমার শক্তি।