রোজিনা জান্নাত, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে আলোচিত ১৮০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গতকাল শনিবার সকালে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ সোহান প্রকাশ সোহিন (৩০) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার শাহবাজপুর এলাকার বন্দেরহাটি গ্রামের মোঃ রবি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়ার নেতৃত্বে পুলিশ তাকে শাহবাজপুর এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহান স্বর্ণ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, সরাইল উপজেলা সদরের বড় দেওয়ান পাড়া এলাকায় সড়কে গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাত‘টার দিকে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা সহ ১৮০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই হয়। এ ঘটনায় ১৬ নভেম্বর অভিযান চালিয়ে ওসি মফিজ উদ্দিন ছিনতাইকারী এমরান ও ছাইদুর নামে দুই যুবককে গ্রেফতার করেন এবং তাদের দেওয়া তথ্যমতে সদরের বণিকপাড়া এলাকা থেকে নিত্য তলাপাত্রের বাড়িতে অভিযান চালিয়ে মাটির গর্ত থেকে ১৪১ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইঁয়া জানান, এই ছিনতাইয়ের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ১৪১ ভরি ১২ আনা স্বর্ণ। বাকি এক আসামি সহ স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত আছে।