
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
পিতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছে চারবছরের শিশু কন্যা আমেনা আক্তার। গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের
জের ধরে সকাল নয়’টার দিকে গ্রামের হারুন মিয়া ও রোমান মিয়ার মধ্যে প্রথমে কথাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারি শুরু করে। খবর পেয়ে রোমানের লোকজন এসে হারুনকে মারধর করতে থাকে।এ সময় হারুনকে বাঁচাতে তার চার বছরে মেয়ে আমেনাআক্তার এগিয়ে আসলে
ছুরিকাঘাতে ঘটনাস্থলেই শিশুটির মুত্যু হয়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে হারু মিয়া (৩৫), সেলিনা আক্তার (২৮), মোছাঃ ছালেকা (৫০), বেদনা খাতুন (৩০),আহত হন।এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান শিশু খুনের ঘটনা
নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।